জলসংকেত

শ্রেষ্ঠ স্বর্গ কিংবা নরকের তালিকা
বিলি করছে তোমাদের ছায়ামিডিয়া,
যারা আজীবন আকাশকে ছাদ ভেবে
গেয়েছে বিচ্ছেদের শ্যামাসংগীত –
তারা ইহজনমে,
কেবলই চেয়েছিল এইটুকুন স্বাধীন প্রশ্বাস।

পৃথিবীর স্বর্গ প্রতিদিনই ওদের দেখিয়েছে
প্রতারণার দীর্ঘ হাত।

3 thoughts on “জলসংকেত

  1. সংক্ষিপ্ত কবিতাটি পড়লাম কবি। শুভসকাল প্রিয় ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।