জন্মের ঋষিরাতে

কটা লতা নুয়ে পড়েছিল চন্দ্রের মুখোমুখি। কটা প্রজাপতি
উড়ে উড়ে জপ করেছিল কার নাম ! ছাদের বিষন্ন প্রহর
এভাবে দাঁড়িয়েছিল সৌর বুননে। একটা নীলাভ এ্যকুরিয়াম
মেতে উঠেছিল ধারণ উৎসবে।

এই ঋষিরাত ছিল আামাদের ছাদ।আর আমরা ছিলাম বৃন্দাবনে
আরাধ্য প্রাণের আকর।
তবে কি কেবল উৎস আখ্যানেই বার বার এসেছিল ঝড়
আর পরস্পর লুকিয়েছিলাম,একে অন্যে,লতার ভেতর !

2 thoughts on “জন্মের ঋষিরাতে

  1. জন্মের ঋষিরাতে।
    অসাধারণ লিখনী এবং চমৎকার বক্তব্য। শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।