মেঘে আঁকা ভুলগুলো

মেঘে আঁকা ভুলগুলো

কিছুটা বিনয় নাও, কিছুটা দ্রোহ
যে আগুন পালন করিনি, নাও সেই গ্রহের প্রশাখা
ভালোবাসা জমা থাক এই মেঘে
বরফ মেরুতে হোক ভুলগুলো আঁকা।

রাখো হাতে পালকের রঙ, বিদ্যুৎ
অনেকেই ভুলে যায়- তুমি রেখো মনে
নদীতীরে দাঁড়িয়েছিলাম, দুজনেই
পাতাগুলো ছায়া হয়ে হেসেছিল- ঢেউয়ের গোপনে।

রেখে যাচ্ছি যে কাব্য, গোলকের যৌথ ফলন
কেউ তো পড়বে একদিন,
কেউ না হয় হেঁটে যেতে যেতে
এই শব্দ ভালোবেসে, শুধরে নেবে কালের বুনন।

2 thoughts on “মেঘে আঁকা ভুলগুলো

  1. রেখে যাচ্ছি যে কাব্য, গোলকের যৌথ ফলন
    কেউ তো পড়বে একদিন,
    কেউ না হয় হেঁটে যেতে যেতে
    এই শব্দ ভালোবেসে, শুধরে নেবে কালের বুনন।

    ___ অসাধারণ একটি কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কেউ না হয় হেঁটে যেতে যেতে
    এই শব্দ ভালোবেসে, শুধরে নেবে কালের বুনন।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।