নিউইয়র্ক, নোঙর হারিয়ে

প্রজাপতিরা নীল ডানার রেখা রেখে উড়ে যায়। আমি
পড়ে থাকি ভুল বানানের শহরে, নোঙর ছেঁড়া বন্দরের আলো
দেখে জানি সবুজ জলের দু:খ, শাদা পাখির জমানো বিষাদ।

কিছু স্বপ্ন নিয়ে উড়াল দেয় যে উড়োজাহাজ, কাঁধে
বেহালা নিয়ে ফিরে আসে যে গান ফেরিওয়ালা, সকলেই
জানে এই প্রিয় শহর অনেক যতনে সঞ্চয় করেছে
প্রেমের বিরহমুদ্রা, পরিণয়ের পুষ্পবিলাস।

আমি আমার কাব্যশস্যগুলো সামলাতে সামলাতে
এই শহরের পরিচিত পথে,
বইমেলা থেকে ফিরি। দেখি-
এই শহরের কোনও মানুষই, আমার একটি কবিতাও পড়ে নি।

2 thoughts on “নিউইয়র্ক, নোঙর হারিয়ে

  1. কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. কিছু স্বপ্ন নিয়ে উড়াল দেয় যে উড়োজাহাজ, কাঁধে
    বেহালা নিয়ে ফিরে আসে যে গান ফেরিওয়ালা, সকলেই
    জানে এই প্রিয় শহর অনেক যতনে সঞ্চয় করেছে
    প্রেমের বিরহমুদ্রা, পরিণয়ের পুষ্পবিলাস।

    মুগ্ধ হলাম কবি।
    শ্রদ্ধাময় ভালবাসা রইল –

মন্তব্য প্রধান বন্ধ আছে।