তবে কথা হোক

তবে কথা হোক

কথা হোক বনের আলোতে
জোসনায়-ভেজা চুলের স্মৃতি শুকাতে শুকাতে
বেদনায়,
বৃষ্টির লালিমায় মেঘ যেমন মুখ লুকোয়-
পরিণত ভোরগুলো গেয়ে যায় জীবনের জয়।

কথার আড়ালে থাকুক, অনেক কথার পাহারা
নিতে নিতে বর্ণময় নিশ্বাস-
জলের সমান্তরালে জল
ফুলের সমান্তরালে ফুল
সাজিয়ে আসুক কাছে,
জ্যোৎস্নাগন্ধ পেতে চায় যারা।

কথা হোক, রাত্রির বাহুতে রেখে চোখ
প্রতিবেশী পরাগেরা –
প্রণয়ের চিরসাথী হোক।

3 thoughts on “তবে কথা হোক

  1. কথার আড়ালে কথা থাকুক। তবু কথা হোক। শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই। সালাম। :)

  2. জলের সমান্তরালে জল
    ফুলের সমান্তরালে ফুল
    সাজিয়ে আসুক কাছে,
    জ্যোৎস্নাগন্ধ পেতে চায় যারা।
    *চমৎকার !

মন্তব্য প্রধান বন্ধ আছে।