তাম্রবরণ তিথি

তাম্রবরণ তিথি []

একই বসন্ত- একই বর্ষা ছুঁই
একই রোদে পোড়ে তাম্রবরণ হই-
জানি তবু ঘর ছেড়ে,ঘরের ভেতরে
দু’জনেই কেউ কারো নই।

নই তিথি’র- নই তপস্যার
অথবা সাধনার সারারাতে
এ’কে অন্যের মুখ না দেখেও
খেলে যাই মেঘের সাথে।

কোথা যায় মেঘ,আকাশকে ফেলে
কোথায় লুকায় চাঁদ
কার ছবি দেখে নদীগণ হাসে
ঢেউ ছুঁয় কার বিষাদ !

এভাবেই জানি দিনের পাখিরা
পালক ফেলে ফেলে
এগোয় সকল পাহাড় পর্বত
পরিযায়ী স্মৃতি ভুলে ।

2 thoughts on “তাম্রবরণ তিথি

  1. সুন্দর এই লিখায় মুগ্ধতা প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা রইলো প্রিয় ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এভাবেই জানি দিনের পাখিরা
    পালক ফেলে ফেলে
    এগোয় সকল পাহাড় পর্বত
    পরিযায়ী স্মৃতি ভুলে ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।