যা যা চোখে পড়ছে []
যা অবশিষ্ট থাকছে সবটুকু মেদ। পুষ্টিহীন পাঁজর কিংবা
ধ্যানহীন মুণ্ডুকে আমরা মেধাবী বলবো কী না –
তা বিবেচনা করছি পুনর্বার। দেখছি, আগেই যাদের
মুণ্ডুপাত ঘটেছে, তারা এখনও দখল করে রেখেছে
সংবাদের শিরোনাম। আর যারা জল তুলতে নদীঘাটে গিয়ে,
আর ফিরতে পারেনি- তাদের প্রতিই জগতের
সকল সমবেদনা…..
আমাদের অনেকেই জানি না দেনা ও বেদনার পার্থক্য।
যা কিছু চোখে পড়ে, তাকেই বলি বিচিত্র! অপূর্ব!
সবুজের অনুগামী ছিল যে পাতা, পাতার বুকে ডুবেছে
যে ক্লোরোফিল – তার কাছে যেতে ভয় হয় আমাদের।
চোখের চৌহদ্দি,এভাবেই হয়ে উঠে আমাদের সীমিত
পৃথিবী ও পরিপথ।
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
চোখের চৌহদ্দি,এভাবেই হয়ে উঠে আমাদের সীমিত
পৃথিবী ও পরিপথ।
//সুন্দর বলেছেন কবি। আমরা শুধু দেখে বুঝি। বুঝে দেখি না।