ওয়াটার কনফারেন্স ♦

ওয়াটার কনফারেন্স ♦

আপনাদের পদভারে নিশ্চয়ই পুলকিত হবে
ঢাকা’র নর্দমা মাখা জল! নিশ্চয়ই-
সাফল্যমণ্ডিত হবে সোনারগাঁও প্যাসিফিক হোটেলের
পানিসভা, প্রিয় প্রতিনিধিবৃন্দ..

বাংলাদেশের টোকাই’রা ঢাকার আকাশের দিকে
তাকিয়ে দেখবে, আটাশটি দেশের একশ’ জন
মান্যবর নিয়ে নামছে ভারী ভারী প্লেন-
ওজনদার অস্ত্র হাতে দৌড়ুচ্ছে নিরাপত্তাকর্মীরা।

আপনাদের নিশ্চয়ই ওয়াটারগেট কেলেংকারির কথা
মনে আছে, প্রিয় মহোদয়গণ
বিশুদ্ধ জল হাতে নিলে, তা আমার খুব মনে পড়ে,
অবশ্য পচা পানিতে পা রাখলে, তা খুব সহজে ভুলে যাই।

একসময় আপনারাও বিশ্বরাজনীতির ঘোলাজলে
পা দিতে দিতে এই কনফারেন্সের কথা
ভুলে যাবেন ডিয়ার ডেলিগেট,
যারা আজীবন বন্যার্ত, তীব্র পেটের পীড়ায় যাদের
জোটে না এক ফোটা বিশুদ্ধ জল, শুধু তারাই
মনে রাখবে ২৮-৩০ জুলাই ২০১৭
ঢাকায় মঞ্চস্থ হয়েছিল ‘ ওয়াটার কনফারেন্স ‘
নামের একাঙ্কিকা।

3 thoughts on “ওয়াটার কনফারেন্স ♦

  1. মুগ্ধতা নিয়ে পড়লাম কবি ! আপনার লেখার একটা বৈশিষ্ট্য আপনি জোৎস্নার আলোর পাউডার বিতরন না করে আমার দেশের মাটি, হাওয়া, জল তথা বাস্তব ও সমসায়মিক বিষয়কে কবিতা করে তুলেন । অভিনন্দন কবি ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।