কুয়াশা ঝরছে না, তবু

কুয়াশা ঝরছে না, তবু

আকাশের মেঘলা মুখ শুয়ে আছে আমার পাশে,
চাদরে ঢাকা হাত দেখে মনে হয়
স্পর্শের দাগ লাগে’নি কতকাল
ছেড়ে যাওয়া ভোর অন্য কোনো শহরে
দেখা করবে বলে ছুটছে আমার আগে আগে।

কয়েকটি অনলমুখি রাতের কাহিনি লিখে যাচ্ছি,
কয়েকটি সবুজ পাতার নৃত্যদৃশ্য এঁকে রাখছি খাতায়
কুয়াশা ঝরছে না-
তবু এই আগস্টের সকালে কেবল নিবন্ধিত হচ্ছে
দূরগামী স্বপ্নের বিভাস।

_____________________________
:: লুটন এয়ারপোর্ট। লন্ডন.. ২৩ আগস্ট ২০১৭

1 thought on “কুয়াশা ঝরছে না, তবু

  1. যেখানে থাকুন কবি ভালো থাকুন … এই প্রত্যাশা সর্ব সময়ের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।