কেমব্রিজের জলের ওপারে
ফুলের কার্পেটের উপর শুয়ে আছে পুরো কেমব্রিজ শহর
আজ বৃষ্টি নেই। কিছু রোদ আমাদের স্বাগত জানাতে
প্রস্তুত ছিল, কিছু সবুজ ছুটে এসেছিল আমাদের পিছু পিছু।
যে খোলা মাঠ আমরা পেরিয়ে এলাম, সেখানে একদিন
গড়ে উঠতে পারে মানব বসতি, কিছু পাখি সেখানে
করতে পারে ভোরের বন্দনা।
আমরা রেখে যাচ্ছি যে সুন্দরের স্মৃতি, তার ছাপ ঘিরে
আর আসবে যারা,
তারা জানতে পারবে না – আমরা এখানে একদিন
গেয়েছিলাম সমবেত জলদুপুরের গান।
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভদিন।