দুটি কবিতা

হে অতীত, হে মেঘের ভবিষ্যত

হে অতীত, হে মেঘের ভবিষ্যত
তুমি উড়ে যাবে বলো না—
ধীর ছায়ার মতো সাথে থাকো এবং
রাখো এই লোকালয়ে পদছাপ, কররেখা ,তর্জনী
তালুতে জমে থাকা জলের মতো
টলটলে বারুদ,বিস্ফোরণ
রাখো সবকিছু সাথে। আমি আলো জ্বালাবো বলে যেদিন
পথে নেমেছিলাম
সেদিন থেকেই তোমাকে বলছি—
আমার চোখ পাহারা দেয়া তোমার কাজ নয়।
তুমি বরং শিরদাঁড়া উঁচু করে দাঁড়াতে শিখো।

পাতাপ্রান্ত

কোনো কথা না বলেই রাত কাছে এলো। অথচ এখনো দুপুর
কোনো সায় না দিয়েই পাতারা নড়ে উঠলো, আর
পাখিরা জানিয়ে দিল- তারা আর আমার সংগে থাকছে না।

মানুষ একা হলে আশ্রয় নিতো পাতার ছায়ায়,
কথাটা ভুলে গিয়ে আমি ঘাটের দিকে পা বাড়ালাম।

পাখিদের নীরবতা আমাকে ভেদ করলো আবার।

1 thought on “দুটি কবিতা

  1. দুটি কবিতাই স্বতন্ত্র ভাব এবং বাচ্যের। অভিনন্দন প্রিয় কবি ইলিয়াস ভাই। শুভদিন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।