আমার আবিষ্কারের তালিকা

আমার আবিষ্কারের তালিকা

একটি ভাঙা বেহালার কয়েক টুকরো তার এবং
কিছু খড়িমাটি দিয়ে একটি গম্বুজ বানাতে
চেয়েছিলাম। তা একান্ত আমার আবিষ্কারের তালিকাভুক্ত
হবে কি না-তা নিয়ে সংশয় ছিল যদিও,
তবু নির্বাসিত ঘুমকে আমি রাখতে চেয়েছিলাম
সকল ঘটনার সাক্ষী।

আর যা যা আমি আবিষ্কার করতে চেয়েছিলাম,
এর মধ্যে ছিল—
পঙ্গু প্রজাপতিদের জন্য কৃত্রিম পাখা,
দুঃখ নামক পাথরটিকে ভাঙার জন্য
একটি সবল হাতুড়ি,
এবং বসন্তে বৃষ্টির জন্য কিছু নরম পালক।

বসনহীন ভোরের সমান্তরালে—
একটি ঢেউও আমি আবিষ্কার করতে চেয়েছিলাম,
শুধুই তোমার দেখার আড়ালে।

4 thoughts on “আমার আবিষ্কারের তালিকা

  1. চমৎকার কবিতা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

  2. বসনহীন ভোরের সমান্তরালে—
    একটি ঢেউও আমি আবিষ্কার করতে চেয়েছিলাম,
    শুধুই তোমার দেখার আড়ালে।

     

    * বরাবরের মতই সার্থক কবিতা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. চমৎকার কবি ফকির ইলিয়াস ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।