স্মৃতি যায়, বৃষ্টিবৃত্ত আসে

স্মৃতি যায়, বৃষ্টিবৃত্ত আসে

পুষ্ট ঝর্ণা গায়ে মাখি। পেরিয়ে শীতভোর, সূর্যকে বলি-
তুমি কি লিখবে আমার নাম। তুমি কি ধারণ করবে
আমার কবিতার জ্যোতি, আমার ধ্যানে ঘেরা সবুজ
ফসল, ফুলের বৃন্তে আঁকা প্রেমিকার জলজ কুসুম।

বিগত সময় বুকে আঁকি। পুকুরের বালিহাঁস, যেভাবে
টলমল স্মৃতি ঝেড়ে ছায়া খুঁজে পাড়ের রোদে, ঠিক
সেভাবেই ঘাসগুচ্ছের মাঝে রাখতে চাই হাত, পদরেখা
ডাক দিতে চাই, কাছে এসো নবীনার পালের নৌকো।

পুনরায় প্রেমচিঠি লিখি। হারিয়ে গেল যেসব মানুষ
অনেকগুলো কথা বাকি রেখে, আহা! বর্ষের বেদনা-
শুধু তুমিই তো জানো, বৃষ্টিবৃত্তে ফিরে যে জীবন
মানুষই কেবল অনুগত তার- পাশে রেখে কাললগ্ন ক্ষণ।

3 thoughts on “স্মৃতি যায়, বৃষ্টিবৃত্ত আসে

  1. পুনরায় প্রেমচিঠি লিখি। হারিয়ে গেল যেসব মানুষ
    অনেকগুলো কথা বাকি রেখে, আহা! বর্ষের বেদনা-
    শুধু তুমিই তো জানো, বৃষ্টিবৃত্তে ফিরে যে জীবন
    মানুষই কেবল অনুগত তার- পাশে রেখে কাললগ্ন ক্ষণ।——–অসাধারণ 

    অনেক অনুপ্রানিত হইলাম কবি দা

    শুভেচ্ছা নিবেন ———https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. চমৎকার লিখায় অভিনন্দন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।