কবিতার সমান উচ্চতা

কবিতার সমান উচ্চতা
[ শহীদ কাদরী- আপনাকে ]
___________________

মানুষগুলো ছায়া হয়ে যায়। পাখিগুলো হয়ে যায় পথ। যারা
ভুল করে সমুদ্রকে অন্যনামে ডাকে, তারা আরেকটি বনবাস
পেরিয়ে গিয়ে দেখে কিছু ধূসর পাতা অপেক্ষা করছে একটি
আকাশ পেরোবে বলে। একটি পোষা মাঘ-; সংরক্ষণ করছে শীত।

আমি কিছুই পেরোবো বলে এই পথে আসিনি। দাঁড়িয়ে থাকার
যে আনন্দ, তার সমান্তরালে আইফেল টাওয়ার’কে বলে এসেছি
তুমি কবিতার সমান উচ্চতা নিয়ে বাঁচো। এর চেয়ে বেশি প্রেম,
এর চেয়ে বেশি ভালোবাসা’র আমার প্রয়োজন নেই। অথবা একা
রাত’কে কাছে পেলে যে প্রেমিকা চাঁদকে বুকে নিয়ে কাঁদে তার
মতো দ্রোহী হয়ে ঢেকে দাও নাফ নদীর রক্ত, ঢেউ, তরঙ্গ, জলকণা।

বৃক্ষ কখনও দেখতে চায় না কবি-বিহীন পৃথিবী। আর নক্ষত্র,
কখনও ছেড়ে যেতে চায় না মুর্শিদী গানের আসর। যারা দ্বৈত
আরাধনা করে, কেবল তারাই জানে; ছায়াই তপস্যার অধিক।
মানুষেরা,ছায়া রেখে যেতে যেতে একদিন অন্যকে দ্যুতি দিয়ে যায়।

______________________
:: নিউইয়র্ক / ২৮ আগস্ট ২০১৭ ::

5 thoughts on “কবিতার সমান উচ্চতা

  1. সশ্রদ্ধে স্মরণ করি প্রিয় কবি শহীদ কাদরী'কে। শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।

  2. শুভেচ্ছা রাখলাম আপনাদের দুজনের জন্য।

  3. * আপনার কবিতা বরাবরই শিল্পরসোত্তীর্ণ…   https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।