বৃহস্পতির ভোরে ♦

বৃহস্পতির ভোরে ♦

আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম
বরফ হয়ে জমে থাকবো পাহাড়ের চূড়ায়
অথচ তার আগেই দেখলাম আকাশ,
সমুদ্র হয়ে নেমে আসছে আমাদের বুকে
আর আমরা কান্না রপ্ত করতে শিখে গেছি………

দেখলাম, ঘুমশীতল বৃহস্পতির ভোরে
গান গাইছে যেসব কল্পনাবিদ পাখি,
তাদের বিনম্র সুখে শামিল হচ্ছে মানুষও-

আমাদের নামগুলো কেবল বাদ পড়ছে
……….. সেই তালিকা থেকে।

5 thoughts on “বৃহস্পতির ভোরে ♦

মন্তব্য প্রধান বন্ধ আছে।