যে প্রশ্নটি তুমি নিজেকেই করতে পারো

যে প্রশ্নটি তুমি নিজেকেই করতে পারো

মৃত্যু, বিশ্বে আলোচিত কোনো বিষয় নয়।
এমন কি হত্যাও। যাকে খুন বলা যায়-
যাকে বলা হয় ‘আততায়ীর কর্মকাণ্ড’
সেসব নিয়েও এখন খুব বেশি ভাবে না কেউ।

বরং ব্যাধিগ্রস্থ বানিয়ে যে সবুজকে খাবলে
খাচ্ছে শাসকেরা, ভয় এখন তাদের নিয়ে।
আরও সহজ করে বলা যায়, পেট্রোডলারের
বিনিময়ে যারা করছে আনবিক অস্ত্র বানিজ্য,
শিশুরা এখন ভীত তাদের নিয়েই। অগ্রজেরা-
সন্ত্রস্ত, কেউ যদি কেটে নেয় সর্বশেষ বৃদ্ধাঙুলি।

বিশ্বের প্রতিটি দূতাবাসের দেয়ালে লেগে আছে
জামাল খাসোগির যে রক্তের ফোটা;
তা এখন আর কাউকে বিচলিত করছে না।
সবাই কথা বলছে বিনিয়োগ নিয়ে। কথা বলছে,
কী ভাবে বের করা যায় আদম রফতানির মসৃণ
ফর্মূলা। কী ভাবে বিলিয়ে দেয়া যায় শান্তির তমদ্দুন!

সব কিছু বাদ দিয়ে, যে প্রশ্নটি তুমি নিজেকে
করতেই পারো- তা হচ্ছে, এই জনমে তুমি কি
মানুষ ছিলে! তুমি কি আদৌ শিখেছিলে –
মনুষ্য বিবেকের সংজ্ঞা!

মৃত্যু,খুন,গুম বিশ্বে কোনো বিষয় নয় এখন আর
বরং খুনিরা চার্টার প্লেনে করে দেশে দেশে গিয়ে
মিশন সম্পন্ন করে, আনন্দে ফিরতে পারবে কী না,
দূতাবাসগুলো এখন সেই নিশ্চয়তা চাইছে।
একটি শীর্ণকায় কাক পৃথিবী নামক ডাস্টবিনের
পাশে একাকি দাঁড়িয়ে করছে কা.. কা….

@

নিউইয়র্ক / ১৭ অক্টোবর ২০১৮

4 thoughts on “যে প্রশ্নটি তুমি নিজেকেই করতে পারো

  1. চমৎকার একটি শিরোনাম। অভিনন্দন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ দিন।

  2. পরিচ্ছন্ন কবিতায় অফুরান শুভেচ্ছা কবি ইলিয়াস ভাই।

  3. চমৎকার উপস্থাপনায় মুগ্ধ হলাম।

    ভাল থাকুন প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।