ঘরমুখো ঘনমেঘ

ঘরমুখো ঘনমেঘ

বৃষ্টি নামবে কাল, আজ হোক আকাশ সাধনা
যারা যাবে নদীকূলে তারা হোক তোমার দোসর
কেহই আপন নয়, কিছু নয় বিলাসী স্থাবর
পথের পাতার কাছে জমা থাক সব লেনা-দেনা।

পড়ন্ত আগুন দেখো লেগে আছে বৃক্ষসভায়
হলুদ-লালের মাঝে থীর হয়ে মাস নভেম্বর
শীতের স্বতন্ত্র স্বরে পাতাদের উষ্ণ ছায়ায়
ঘরমুখো ঘনমেঘ খুঁজে তার গন্তব্য প্রান্তর।

আবার বৃষ্টি এলে ছাতাহীন তুমি-আমি মিলে
কথা থাক-ঘাটে যাবো, নৌকো’টি ভরে দিতে ফুলে।

#

3 thoughts on “ঘরমুখো ঘনমেঘ

মন্তব্য প্রধান বন্ধ আছে।