দায়পর্বের দাগ
দায় নিয়ে থাকো মন, আর দাগগুলোকে চিনে
রাখো। ভাগ্যের ভাঁজে ভাঁজে সারারাত জাগে
যে তারার তরণী, ভাসাও – ভেসে যাও প্রিয়
পুরাতনকে ঘিরে রাখা লাল ইটের ওজন বুকে
নিয়ে। আরেকবার ফিরবে বলে বর্ষাও দিয়েছে
কথা ; আসার অনুচ্ছেদ পড়ে বসন্তের বৈভবও
জানিয়েছে নিজের সম্মতি। ঠিক এভাবেই মজুর
মন ও রাঙায় দাগের দিগন্ত। যারা কাছে আসে
অথবা যে ভালোবেসে বহায় যমুনা, আমি বলি
সে ই – প্রতিমাপ্রত্যুষ। ঊষা ও উনুনে তার ছায়া
থাকে প্রতিচ্ছায়া হয়ে, ক্রমে মিশে নারী ও পুরুষ।
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ দিন।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন
শুভেচ্ছা কবি ইলিয়াস ভাই।
ঊষা ও উনুনে তার ছায়া
থাকে প্রতিচ্ছায়া হয়ে, ক্রমে মিশে নারী ও পুরুষ।