বসন্তের খরাকাল
বসন্ত চলে গেল। ডাকলো না কোকিল। কিছু কুকুর
আমার নাম ধরে ডাক দিয়ে গেল। আমি শুধুই-
জানতে চাইলাম চৈত্রের খরাকাল বসন্তঋতুর আওতায়
পড়ে কী না! চৌচির মাঠ দিয়ে যে পথিক হেঁটে যায়,
তার পায়ের গোড়ালিতে, লাগে কী না ধুলোর ধ্বনি
অথবা শনিগ্রহ ভেদ করে যে আমি পার করছি সময়
তার ভবিষ্যত কি ! যারা আমার পরে লিখতে চাইবে
কবিতা- তাদের ভাবনার স্বাধীনতায়, টিকটিকি-মাকড়শা’
বিস্তার করবে কী না ওদের আধিপত্য।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ দিন।
গভীর ভাবনার চমৎকার শৈল্পিক প্রকাশ। মুগ্ধতা রাখলাম কবি।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
শুভেচ্ছা কবি ফকির ইলিয়াস ভাই।
যারা আমার পরে লিখতে চাইবে কবিতা- তাদের ভাবনার স্বাধীনতায়।
আপনার কবিতা গুলোন আমার কাছে সুন্দর লাগে।