ভৈরব
আমাদের সামনেই হারিয়ে গেল মহান সন্ধ্যা। স্মৃতিচূড়ায় ধারণকৃত গুল্মরোদ
বলে গেল, আবার দেখা হবে বন্ধু ! আবার কাছে এসে ছায়া দেবে প্রাণের
ভৈরব। সবকথা বলা হবে অথবা নাও হতে পারে। যা জরুরী নয়, এমন
শঙ্খস্বর্ণ ছুঁয়ে গ্রহগামী মানুষেরা জেনে যাবে বিনোদনের দ্বাদশ জলকলা।
নেভানোর আনন্দ নিয়ে বয়ে গেল উৎকীর্ণ ঝড়। ভাঙার ভবিষ্যত জেনে
আমরাও দাঁড়ালাম নিয়ত নদীর উপকূলে। উৎপল অনুধ্যানে চেয়ে দেখলাম
কেউ কেউ বসে আছে কয়েক যুগেরও দীর্ঘ সময় থেকে। এই জংশনে ….
ঋতুনির্ভর বেলাভূমিকে শেষ সহায় করে পথও যেমন ফিরে দ্রুত আনমনে।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ দিন।
কবিতাটি পড়লাম কবি ফকির ইলিয়াস। ধন্যবাদ।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
পড়লাম কবিতাটি।
শুভেচ্ছা কবি ইলিয়াস ভাই।