খাদ্যতালিকা সংক্ষিপ্ত হয়ে এলে

খাদ্যতালিকা সংক্ষিপ্ত হয়ে এলে

ব্যাপক অনাহার। উদরে, উষ্মায়, উনুনে। দানবতন্ত্র কেড়ে নেয়
খাবার। যে প্রিপেইড জীবন শুরু করেছিলাম-তাও ক্রমশ
সংক্ষিত হয়ে আসে। কী বিষাদ ঘেরা এই আগুন! কী বেদনার
সাথে বসবাস করতে করতে জিরিয়ে নিতে চাই, এই লোকালয়ে।
না আনন্দে-না উপাসনায়, কিছুতেই যখন মনযোগ থাকে না,
তখন বৃষ্টির জলই নিবারণ করে তৃষ্ণা, আর উল্লুকগুলো
ধ্বনি দিতে দিতে দেখায় তাদের দানবিক চেহারা। কেউ চিনে
কেউ চিনতে পারে না। খাবার নেই,জল নেই, পথ্য নেই কোথাও
তবু রাক্ষসের বংশধরেরা সারে লেনা-দেনা।

_________________
* নিউইয়র্ক / ১৬ মে ২০১৯

5 thoughts on “খাদ্যতালিকা সংক্ষিপ্ত হয়ে এলে

  1. 'যে প্রিপেইড জীবন শুরু করেছিলাম-তাও ক্রমশ সংক্ষিত হয়ে আসে।' এমনই জীবন। :(

  2. দারুণ লাগলো। শুভেচ্ছা রইলো।     

  3. শুভেচ্ছা কবি ইলিয়াস ভাই।

  4. ভাল সময় কাটুক প্রিয় কবি দা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।