হারিয়ে যাওয়া ঘুম

হারিয়ে যাওয়া ঘুম

কেউ চুল্লির বিবরণ লিখে রাখতে চাইলে, আমি
থামিয়ে দিতে চাই তার কলম।
বলি, হিরোশিমার আচে এখনও বিকলাঙ্গ যে জীবন,
তাকে জাগিয়ে লাভ কী! চোখের আয়তন থেকে
চিরতরে হারিয়ে যাওয়া ঘুমের স্মৃতি নিয়ে,
যারা বেঁচে আছে- কী দরকার তাদের তত্ত্ব -তালাশের

তার চেয়ে বরং নবাগত প্রেমিকার চিঠি নিয়ে
বিশ্লেষণধর্মী গদ্য লেখা হোক। অথবা
হোয়াটসআপ এর পাতা খুলে দেখে নেয়া যাক
সমুদ্র সৈকতে তোলা তার কিছু ছবি

চুম্বনের ঘ্রাণ লাগা জাপানি আকাশকে
ক্যানভাস বানিয়ে, নতুন ছবি আঁকুক কালের চিত্রকর
মানুষ সভ্য হোক
মানুষ সভ্য হোক
মানুষ সভ্য হোক
মানবিক সভাসদের পাশে, অতন্দ্র প্রহরী হয়ে
দাঁড়াক কল্যাণকামী প্রযুক্তি-প্রজন্ম।

6 thoughts on “হারিয়ে যাওয়া ঘুম

  1. "চুম্বনের ঘ্রাণ লাগা জাপানি আকাশকে"

    ভাল লাগা।

  2. শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।