মানুষ কান্না ভুলে গেলে সমুদ্রই দুঃখ পায় বেশি
কারণ ঢেউগুলোকে আগলে রাখার কৌশলে
সমুদ্রের বার বার ভুল হয়ে যায়।
মেঘাচ্ছন্ন আকাশ দেখলে আমিও মাঝে মাঝে
ভুলে যাই- গতকালের সূর্যটা আমাকে
ছু্ঁয়েছিল আপাদমস্তক।
একটি চিল উড়ে যেতে যেতে তার সকল হিংসে
ছড়িয়ে দিয়েছিল আমার দিকে,ভেবে-
আমি প্রতিদিন যে ভূগোল পড়ি,খুলি তার পাতা।
সেই পাতাতেও দেখি, ভুলে ভরা আদিম স্বপ্ন
যারা ছুঁতে এসেছিল,
তারা ভুলে গিয়েছিল লিখে যেতে নিজেদের পরিচয়।
π π π
2 thoughts on “ভুল ও ভূগোল ♪”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
দারুন লিখা