প্রচণ্ড হিমের মাঝে জমাট সূর্যের শরীর দেখলেই
আমার বৃষ্টির প্রতি অবহেলার কথা মনে পড়ে যায়।
একটি কোকিল বিগত বসন্তে যে ছায়া রেখে
গিয়েছিল, তার স্মৃতি তর্পণ করি। দেখি, একটি
দুপুরও কেটেছে হেলায়। কিছুটা মমি আর কিছুটা
ঝড়ের গায়ে হেলান দিয়ে তুমিও কাটিয়েছো চলতি শীত।
আমি অবশ্যই বদলে নেবো প্রেমের কৌশল। সেকথা
আগেও বলেছি।
আবারও বলি, হিমকে অবজ্ঞা করার হিম্মত আমার আছে
কিন্তু হেলার আগুনে হাত দিতে এখনও শিখিনি।
4 thoughts on “হিম ও হেলা বিষয়ক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা ।
বেশ ভাবনাময়
চমৎকার লিখেছেন, কবি। শুভকামনা থাকলো।