ফিলিস্তিন

এই ভূমিতে লুটিয়ে পড়া শিশুদের মাথার খুলি
পাথর হয়ে গিয়েছে অনেক আগেই!
যে পাখিটি সিরিয়া থেকে উড়ে এসেছিল—
একটি পা হারিয়ে সে’ও এখন আর নির্বাক
তাকায় না আকাশের দিকে!
গাজা উপত্যকার আনাচে কানাচে যে গোলাপগুলো
তুমি দেখছ—
তা’তে লেগে আছে বিধবার সর্বশেষ রক্তের দাগ!

সাদা ভবনটির লনে দাঁড়িয়ে চার বছর পর পর
খুনির আসন বদল করে যারা,
তারাও জানে ফিলিস্তিনী শিশুরা বুলেটবিদ্ধ হয়েও
ছুঁড়ে দেয় একটুকরো ওজনদার পাথর—
যা বিদ্ধ হয় দখলদারদের বুকে!

এভাবেই কেটে যাচ্ছে প্রায় পাঁচ দশক!
এভাবেই অকালে মৃত্যুর জন্য জন্ম নেয়া
হে শিশু-কিশোর, তোমাদের বলি—
বিশ্বের তথাকথিত মানবতাবাদীর মুখে তোমরা
ভার্চুয়াল প্রস্রাব করে দাও,
ওরা ভেসে যাক—
ওরা দেখুক— নিজ মাতৃভূমি হারা মানুষেরা
কী আর্তনাদ লুকিয়ে রেখে যাচ্ছে,
উদ্বাস্তু সূর্যঘেরা তাঁবুর নীচে !

2 thoughts on “ফিলিস্তিন

  1. এই ভূমিতে লুটিয়ে পড়া শিশুদের মাথার খুলি
    পাথর হয়ে গিয়েছে অনেক আগেই! :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।