আমার চারপাশে ঘুরে প্রকাশিত পথ।
অবলা হেমন্ত বলে যাই…
আসবে শীত, এই আনন্দে যখন আমি বাসর সাজাই
দেখি, চাদর নেই- নেই উষ্ণতার ঘোর ব্যবচ্ছেদ
আর কিছু বিরহ শুয়ে আছে মাথার উপর, সফেদ
শাড়ী পরে। আমার খুব ভয় হয়- কারণ এর আগে এতো বেশি মাতাল
আলো দেখিনি আমি। যা দেখেছি তা কেবল নীলাভ সকাল
ঘেঁষে বয়ে যাওয়া নদী-
আঁতকে উঠি। যদি আবার হারাই এই প্রেমের অনাদি !
আবার এই ঢেউঘন বনের কিনারে,
কেউ যদি বাজায় বাঁশি, প্রিয় নাম ধরে
বলে, এসো তোমাকেও দেখাবো আকাশ
তবে কি আমি, ভালোবেসে হবো না তার বাহুবন্দি দাস!
সুন্দর কবি দা
এসো তোমাকেও দেখাবো আকাশ
তবে কি আমি, ভালোবেসে হবো না তার বাহুবন্দি দাস!