সামন্ত সমুদ্রের দিকে তাকাও
দেখবে, কিছু বাষ্প উড়ে যাচ্ছে। কিছু ফেনা,
হয়ে যাচ্ছে বিলীন। অথচ একদিন ঢেউয়ের সমান্তরালে
তারা কাঁপিয়ে তুলতো জাহাজের পাটাতন।
মাঘের কুয়াশার দিকে তাকাও। জানি তা
কোনোদিন স্পর্শ করেনি তোমার পা।
হাতে নিয়ে দেখা হয়নি মর্মর পাতার যে রেখা,
তাকাও তার দিকে। দেখবে অনেকগুলো
পথচিহ্ন একা পড়ে আছে। আর তুমি বরাবরই
অবজ্ঞা করেছো মানবকল্যাণের সেই পথ।
এবং পথের বহুবিধ আলো।
গরল ভেলকিকে আকাশ, সবসময়ই উড়িয়ে দেয় ঝড়ে ঝড়ে-
প্রকৃতির প্রতিশোধকে তুমি বিদ্রূপ ভাবতেই পারো,
কিন্তু একথাটি তো সত্য, এর আগে যারা
খুন হয়েছিল-
তারাও সেদিন কেঁদেছিল খুব।
প্রকৃতির প্রতিশোধকে তুমি বিদ্রূপ ভাবতেই পারো,
কিন্তু একথাটি তো সত্য, এর আগে যারা
খুন হয়েছিল-
তারাও সেদিন কেঁদেছিল খুব।
চমৎকার শব্দ চয়নে অনবদ্য সৃজন।
সুন্দর কবি দা