নগর নগ্ন হয়ে মুছে দেবে এই কৃষ্ণপক্ষ। আর ছায়া কুড়ানি
মানুষেরা মুদ্রিত লোকায়ন চোখে দেখবে সব নমস্য সুন্দর।
বিবর থেকে এর আগে যারা স্থানান্তরিত হয়েছিল অন্য দ্বীপে,
তারাও আসবে ফিরে। ফিরতেই হয়, শতাব্দীর শবদেহ থেকে
যে জ্যোতি থেকে যায় অম্লান – তার চূর্ণ ভেদ করে আবারও
জন্ম নেয় মাঘের প্রকার। একেকটি মৃত্যু যেভাবে রচে যায় শত
জন্মের জলজোসনা। কিংবা খাতার পাতায় কাটাকুটি গুলো পুনরায়
প্রত্যাগত হবে বলে নিজেও সঞ্চয় করে বড় কষ্টে দু’চারটি মুদ্রা।
2 thoughts on “মুদ্রিত লোকায়ন চোখে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
একেকটি মৃত্যু যেভাবে রচে যায় শত জন্মের জলজোসনা। কিংবা খাতার পাতায় কাটাকুটি গুলো পুনরায় .. প্রত্যাগত হবে বলে নিজেও সঞ্চয় করে বড় কষ্টে দু’চারটি মুদ্রা।
সুন্দর কবি দা