জর্জ ফ্লয়েড

ভারোত্তোলনের গল্প শুনলেই আমাদের পাহাড়ের কথা
মনে পড়ে। যারা পর্বত কাঁধে নিয়ে ঘুরে-
তাদের কাছে আকাশকে খুবই তুচ্ছ মনে হয়।
তারা জানে, মানুষের রক্তের রং চিহ্নিত করেই
এই বিশ্বে একদিন উড়েছিল সাম্যবাদের পতাকা।

তারপরও সকলের ভোটের মূল্য সমান নয়-
জানতে জানতেই এই পৃথিবীতে বেড়ে উঠে শিশু,
শত চেষ্টা করেও রাজনীতিকরা বদলাতে পারেন না
গণমানুষের ভাগ্য,বদলাতে পারেন না শোষকের
কালো হাত।অথচ প্রতিটি সুস্থ মানুষের দু’টো হাত থাকে!

পাথর ভাঙবে বলে এরপরও মানুষ সাহসী হয়।
শিকল ভাঙবে বলে এরপরও মানুষ হাত উঁচু করে।
ভাঙনকে ঠেকাবে বলে মানুষ নির্মাণ করে বাঁধ।

সেই সাহসের প্রজ্ব্বলিত আকাশে বার বার
চাঁদ বদল হয়। বার বার বদল হয় সূর্য।
একজন জর্জ ফ্লয়েড ঠিক দাঁড়িয়ে থাকেন
চন্দ্র-সূর্যের মধ্যবৃত্তে।

2 thoughts on “জর্জ ফ্লয়েড

  1. পাথর ভাঙবে বলে এরপরও মানুষ সাহসী হয়।
    শিকল ভাঙবে বলে এরপরও মানুষ হাত উঁচু করে।
    ভাঙনকে ঠেকাবে বলে মানুষ নির্মাণ করে বাঁধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।