কবিরা এরকমই যায়

[ খোন্দকার আশরাফ হোসেন- আপনাকে ]

দুহাতে তুলে রাখি কিছু বনঢেউ। আজ আমি কিছুই সাজাবো না।
না আকাশ, না পুষ্প, না আগুন। কারো গায়েই পরাবো না
নতুন কোনো পোশাক। কিছু অন্ধকার আমার প্রিয় হোক, কিছু
বিচ্ছেদ ছিন্ন-বিছিন্ন করুক আমার পাঁজর – এমন প্রত্যয় নিয়ে
আজ আমি নগরে বেরোবো যারা এর আগে দেখেছে মৃত্যু, যারা
এর আগে প্রেমকে পরিত্যক্ত ভেবে হারিয়েছে নিরুদ্দেশ, আমি
তাদের তালিকা বানাবো। তারপর এই জীবনকে বিদায় জানিয়ে
খুঁজে নেবো সমুদ্রজীবন। এই আয়ুকে মিশিয়ে দেবো কবিত্বের একক
অহংকারের সাথে। আর কবিতার বই খুলে সেরে নেবো কাটাকুটি।

জানি, কবিরা এরকমই যায়। কেউ জানে- কেউ জানে না। কেউ
ছায়া দেখে। কেউ খুঁজে পায়না রেখে যাওয়া মায়াচিহ্ন। কবিকে
শেষ পর্যন্ত যেতেই হয়। ঘুমে- ঘোরে আর ঘরের অদূরে। সে পংক্তি
আমিও লিখছি- ঠিক তার বিপরীতে, দেখা হবে অন্য কোনো ভোরে!

1 thought on “কবিরা এরকমই যায়

  1. ঘুমে- ঘোরে আর ঘরের অদূরে। সে পংক্তি …
    আমিও লিখছি- ঠিক তার বিপরীতে, দেখা হবে অন্য কোনো ভোরে!
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।