চে গুয়েভারার হাত

বিনাশী আগুন দেখো কবি। দেখো বিরাগসমগ্রের দুটি হাত।
স্ট্যানগান পড়ে আছে দূরে। গুলির আওয়াজ শুনে কাঁপতো
যে জঙ্গল তার পাখিরাও আজ সাহসী কেমন! পোড়ামেঘ
বুকে নিয়ে আকাশও কী প্রত্যয়ে মেলেছে চোখ। কত নির্মোহ
ভালোবাসায় জেগে আছে অধিকারের আলো।

বিনম্র গোলাপ দেখো কবি। দেখো হলুদ চাঁদের যৌবন
পাহারা দিচ্ছে যে সময়- তার নামই যুদ্ধ, তার নামই বাহু
প্রিয়তম জীবনের জন্য রেখে যাওয়া ভস্মের গর্বিত বিলাপ।

1 thought on “চে গুয়েভারার হাত

  1. পাহারা দিচ্ছে যে সময়- তার নামই যুদ্ধ, তার নামই বাহু
    প্রিয়তম জীবনের জন্য রেখে যাওয়া ভস্মের গর্বিত বিলাপ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।