যে মেঘ মেরুদণ্ডহীন উড়ে যায়, তার
কোনো গন্তব্য থাকে না। কিংবা যেজন
রাত না চিনেই খোঁজে অন্ধকারের প্রকার-
তাকে নিয়েও ভাবে না কেউ!
কিছু ছায়া মিশে যায় পরজীবী পথের প্রান্তে;
আর কিছু মানুষ রক্তরেখার ভোর
দেখেই করে উল্লাস! কেউ কেউ-
চূড়ায় আরোহন করবে বলে,
ক্রমশ ভাঙতে থাকে মোহের সিঁড়ি।
কিছু কিছু সিঁড়ি নির্মিত হয় মূলত
ছায়াগ্রহণের রাতকে স্বাগত জানাবার জন্যে।
কালের কবন্ধে এই যে চাঁদের কিরণ
তুমি দেখছো, তা গতপক্ষে বিগলিত
জোসনার অশ্রু-
যে অশ্রু দিয়ে মানুষ সাজায় নতুন
বছরে,
তার প্রেমকাননের নবম অক্ষর।
# # #
* ২০২২ সালে লেখা শেষ কবিতা
√
৩১ ডিসেম্বর ২০২২, নিউইয়র্ক ♪
যে মেঘ মেরুদণ্ডহীন উড়ে যায়, তার
কোনো গন্তব্য থাকে না। কিংবা যেজন
রাত না চিনেই খোঁজে অন্ধকারের প্রকার-
তাকে নিয়েও ভাবে না কেউ!