ঘটনার মৌলিকতা

মূলত স্মৃতিলেখাই মৌলিক মেঘের ছায়া। যেসব ঘটনা
আত্মজীবনীর সাক্ষী হয়ে থাকে, তার পাশাপাশি উড়ে
যায় শাদা শালিকের ঝাঁক। তারা বলে যায়- আমরাও
সাথী ছিলাম বিগত সকল মৃৎশিল্পের। ঝিনুকের
বুকে লুকিয়ে থাকা মুক্তোর মতন, উজ্জ্বল ছিল বেশ-
আমাদের সংসার।

লিখিত আখ্যান নিয়ে যে গোলাপ রৌদ্র সাজায়, মূলত
সেই পর্বই মানুষের মৌলিক প্রেম।
ছাদহীন, ছায়াহীন যে বাক্যজাল মোহ ছড়িয়ে যায়
তাকে ভালোবাসার নামই জীবনের রত্ন পরম্পরা।

2 thoughts on “ঘটনার মৌলিকতা

  1. মনোভাব চমৎকার, কথাগুলো সৌখিন, অনন্য বহিঃপ্রকাশ।

  2. ছাদহীন, ছায়াহীন যে বাক্যজাল মোহ ছড়িয়ে যায়
    তাকে ভালোবাসার নামই জীবনের রত্ন পরম্পরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।