কালঝড়ের প্রশাখার দিকে তাকাই। আজ মন
ভালো নেই স্ট্যাচু অব লিবার্টি কন্যার। কয়েক দফা
গুড়িগুড়ি বৃষ্টির পর খুব মন ভারী করে আছে আকাশ
পাখিদের নীরবতা দেখে, অনুমান করছি – পৃথিবীর
অন্য কোথাও এই ঝড় রেখে যাচ্ছে তার দাগ,
মানুষ ছুটছে, মানুষ ছুটছে, মানুষ ছুটছে…
নীরব আরাধনায় যেখানে বসে আছেন আমার মা,
আমি ফিরে তাকাচ্ছি সেই মাটির দিকে।
‘মোরা’ কোনও আর্তনাদ দেখতে চাই না আর-
বলতে বলতে আমিও কাঁপছি,
প্রকৃতি হে,
তুমি প্রেমময় হও, তুমি আমাদের হাত ধরো পুনরায়।
‘মোরা’ কোনও আর্তনাদ দেখতে চাই না আর-
বলতে বলতে আমিও কাঁপছি,
প্রকৃতি হে,
তুমি প্রেমময় হও, তুমি আমাদের হাত ধরো পুনরায়।