বিশুদ্ধ-ফারুক মোহাম্মদ ওমর

বিশুদ্ধ

তুমি বিশুদ্ধ হও
আমি সত্য ও সুন্দর হবো।

তুমি পবিত্র হও
আমি কল্যাণের চাদরে জড়িয়ে রাখবো।

তুমি উর্বর জমিন হও
আমি অসীমের সিংহাসন দেবো।

তুমি বিশুদ্ধ হলেই
আমি বিশ্বাস হবো তোমার খোঁপায়।

তুমি যাই হওনা কেন বিশুদ্ধ হও
শেষ পর্যন্ত তুমি বিশুদ্ধ না হলেও
আমি সত্য সুন্দর হবো
শুদ্ধতার অমিয় সোপান।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

13 thoughts on “বিশুদ্ধ-ফারুক মোহাম্মদ ওমর

  1. স্পষ্ট আবাহন। অভিনন্দন এবং শব্দনীড় এ স্বাগতম মি. ফারুক মোহাম্মদ ওমর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ।ভালোবাসা রইলো প্রিয় মুরুব্বী।

  2. কবি'র কবিতায় সমৃদ্ধ হোক শব্দনীড়। স্বাগতম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. বিশুদ্ধ ভালোবাসা কবি ওমর ভাই। স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আমি সত্য সুন্দর হবো
    শুদ্ধতার অমিয় সোপান।

    চমৎকার শুরুবাদ মনে হচ্ছে। অভিনন্দন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. আন্তরিক শুভেচ্ছা আর এক নদী ভালোবাসা রইল শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি ভালো থাকবেন ।

  6. আমি তুমি আমরা সবাই বিশুদ্ধ হই,,,, বিশুদ্ধ আহবানে বিশুদ্ধ হই, অনেক ভালো লাগলো ,শুভেচ্ছা জানবেন      

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।