বিশুদ্ধ
তুমি বিশুদ্ধ হও
আমি সত্য ও সুন্দর হবো।
তুমি পবিত্র হও
আমি কল্যাণের চাদরে জড়িয়ে রাখবো।
তুমি উর্বর জমিন হও
আমি অসীমের সিংহাসন দেবো।
তুমি বিশুদ্ধ হলেই
আমি বিশ্বাস হবো তোমার খোঁপায়।
তুমি যাই হওনা কেন বিশুদ্ধ হও
শেষ পর্যন্ত তুমি বিশুদ্ধ না হলেও
আমি সত্য সুন্দর হবো
শুদ্ধতার অমিয় সোপান।
স্পষ্ট আবাহন। অভিনন্দন এবং শব্দনীড় এ স্বাগতম মি. ফারুক মোহাম্মদ ওমর।
ধন্যবাদ।ভালোবাসা রইলো প্রিয় মুরুব্বী।
কবি'র কবিতায় সমৃদ্ধ হোক শব্দনীড়। স্বাগতম ভাই।
ধন্যবাদ ।
বিশুদ্ধ ভালোবাসা কবি ওমর ভাই। স্বাগতম।
ধন্যবাদ ।
আমি সত্য সুন্দর হবো
শুদ্ধতার অমিয় সোপান।
চমৎকার শুরুবাদ মনে হচ্ছে। অভিনন্দন কবি দা।
ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো কবি।
আপনাকেও শুভেচ্ছা।
আন্তরিক শুভেচ্ছা আর এক নদী ভালোবাসা রইল শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি ভালো থাকবেন ।
আপনিও ভালো থাকবেন।ধন্যবাদ
আমি তুমি আমরা সবাই বিশুদ্ধ হই,,,, বিশুদ্ধ আহবানে বিশুদ্ধ হই, অনেক ভালো লাগলো ,শুভেচ্ছা জানবেন