সম্প্রীতির বাংলাদেশ

চাপাতির আঘাতে নিষ্ঠুর হত্যার বলি বাংলাদেশ প্রিয় মৃত্তিকা
শান্তিকামী জনতা তা একদিন রুখবেই।

একটি সাদা কাগজের ওপর ছোট্ট একটি কালো দাগ
কাগজের সাদা অংশটি বিবেচনায় না এনে
কালো দাগটি নিয়েই কথা বলা মতলববাজদের কাজ
ওরা শান্তি চায়না।
ফায়দাতন্ত্রে বশীভূত বিক্রীতজন হাজার বছরের
সম্প্রীতি ভুলে চালে দলদাসের খেলা
শুরু হয় অদৃশ্য সাপের ছোবল
চলে জঙ্গিদের কোপাকুপি
উফ! আমরা নিদারুণ জ্বালায় জ্বলছি।

এই স্বদেশ তো কখনো এমন ছিলনা
হায়! আমাদের মূল্যবোধ, সম্ভ্রম বিপরীতমুখী চলছে
আমরাতো মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এক সমান
প্রত্যেকেই পরের তরে সম্প্রীতির বাংলাদেশ
ঘৃণা নেই সহিংসতা নেই, নেই কোন হিংসাত্বত্তের বীজ,
বায়আত নিয়েছি আকাশের কাছে শেষ হওয়া দিগন্ত ছুঁয়ে
উদারতায় আলোকবর্ষের হাতছানিতে
স্বাধীনতার মন্ত্রে উড়েছি বিপ্লবের নেশায়।

ভালোবাসো এবং ভালোবাসো আমাকে ভালোবাসতে দিও।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

8 thoughts on “সম্প্রীতির বাংলাদেশ

  1. ভালোবাসো এবং ভালোবাসো আমাকে ভালোবাসতে দিও।

    বিশেষ দিনের সম্মান এবং ভালোবাসা প্রিয় কবি মি. ফারুক ওমর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ধন্যবাদ দাদা। আপনাকেও বিশেষ দিনের স্বপ্নময় ভালোবাসা। কেমন আছেন?

     

  3. উদারতায় আলোকবর্ষের হাতছানিতে
    স্বাধীনতার মন্ত্রে উড়েছি বিপ্লবের নেশায়।

    দেশকে ভালোবাসতে হবে আমাদের। মুক্তিযুদ্ধের চেতনায় সঠিক পথে চলতে হবে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. সামাজিক সাম্প্রদায়িকতা নয়, সম্প্রীতিতে গড়ে উঠুক বাংলাদেশ। শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. চাপাতির আঘাতে নিষ্ঠুর হত্যার বলি বাংলাদেশ প্রিয় মৃত্তিকা
    শান্তিকামী জনতা তা একদিন রুখবেই।

    আশায় বুক বাঁধি।

  6. আমাদের দেশ সতিকারার্থের সোনার বাংলা হয়ে উঠুক এই কামনা।

  7. "হায়! আমাদের মূল্যবোধ, সম্ভ্রম বিপরীতমুখী চলছে আমরাতো মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এক সমান"

     

    আমাদের বোধোদয় হোক  । সুন্দর প্রকাশ।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।