হালাল নাইট ক্লাব

চিবুকের কাছে ভীষণ অচেনা
এবং একা ঝুলে আছে এক বিস্ফোরক ছবি
যেন আমার সামনে উতপ্ত সেলফির
পদাঙ্ক অনুসরণ করছে এক ফলবতী নারী।

খোলস ছাড়ার অপেক্ষায়
পবিত্র হেফাজত কারীদের হ্যাশট্যাগে জেদ্দাডিসকো
নারীদের কদর্য ভাঁজের পেয়ালায়
ব্যালিড্যান্সের হিপহপ শিহরণে
পাগল করে দেয়া পুরুষের লালায়িত চোখ
বার ফুলে ওঠে ফুর্তির উচ্চারণ
হাজা আল লাইলু বারে হালাল
একশ পার্সেন্ট হালাল
একশ পার্সেন্ট হালাল নাইট ক্লাব।

আমার উতপ্ত আয়নায় কতিপয় খদ্দর
মুতা বিয়ের প্রস্তুতি নিচ্ছে
হালাল পতিতালয়ে বিচরণ করবে বলে,

আমি চিবুকের কাছে ভীষণ অচেনা এবং একা
এক নারীকে দেখলাম
স্বাধীনতার উত্তেজনায় জামা খুলে মারছে
পুরুষের নাকের ডগায়।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

9 thoughts on “হালাল নাইট ক্লাব

  1. ডিজে আছে, হিপহপ আছে, ফ্লোর ডান্সও আছে; নেই শুধু মদ। নাচা গানা কি অবে হালাল!
    ভন্ডামি আর কাহাকে বলে!!!

    1. ভেলকিবাজি ওদের রক্তে মিশে গেছে। ধন্যবাদ। 

  2. একজন বললো, চলেন উমরাহ করে আসি।
    আমি বললাম, হালাল নাইট ক্লাবে যাওয়ার ধান্দা।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cool.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cool.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cool.gif

    ( হালাল নাইট ক্লাব চালুর উদ্যোগের সংবাদে প্রাথমিক প্রতিক্রিয়া )

    1. হা হা হা। উপযুক্ত কথা বলেছেন দাদা। এটাই শুরু আজকাল। বৃষ্টিময় শুভেচ্ছা। 

  3. বিষের বোতলে মধু লিখলে যেমন, মধু হয়না, তেমনি নাইট ক্লাবও কখনো হালাল হয়না। :)

  4. নাইট ক্লাব হালাল হয় কি করে ? হালাল শব্দের অপপ্রয়োগ মনে হলো। :(

  5. যেন আমার সামনেও উতপ্ত সেলফির পদাঙ্ক অনুসরণ করছে এক ফলবতী নারী। devil

  6. নারীদের কদর্য ভাঁজের পেয়ালায় ব্যালিড্যান্সের হিপহপ শিহরণ। নিন্দা। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।