এতোদিন নদী দেখেছি
এইবার সাগর দেখবো
দেখতে দেখতে জগৎ অপূর্ণ তবু মিথ্যা নয়।
আজীবন রাস্তা দেখেছি
এইবার পিচঢালা রাস্তার কালো রং দেখবো
কি শোকে শুষে নেয় সূর্যের তপ্ত আলো
আমি না হয় এইবার পড়ে নেবো ইট-পাথরের শক্ত খোলস।
এইবার না হয় ভিখারি হবো
প্রকৃত সন্যাসী হবো, গান গাইবো
উড়ে যাবে মেঘের দল,তলিয়ে দেখবো পথ
যদি পেয়ে যাই আরশের পথ, মায়ের দেহ পিঠে
আবার সাঁতরাবো, রুটি চাইবো, মাতৃভাষা জানবো,
মননের মন্ত্র জানবো বিশ্বজনহিতায়,
জানতে জানতে আমি আবার শব্দের মাঝে বেদনা খুঁজবো
ঘ্রাণের মধ্যে ব্যাকুলতা, দুঃখের তত্ত্ব খুঁজবো,
আকাশগঙ্গায় সৃষ্টিতত্ত্বের সঙ্গে ঘর করবো,
খুঁজতে খুঁজতে নিমগ্ন থাকবো নদী আর সাগরের রাস্তায়।
আমার কাছে কবিতাটি ভালো লেগেছে কবি। অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার জন্য।
চমৎকার এক চাওযা পাওয়ার সুর কবি দা
ভালো লাগার একটা কবিতা পড়লাম। শুভকামনা থাকলো।
Very excellent post
শুভেচ্ছা কবি দা