inbound

এইবার নিমগ্ন হবো

এতোদিন নদী দেখেছি
এইবার সাগর দেখবো
দেখতে দেখতে জগৎ অপূর্ণ তবু মিথ্যা নয়।

আজীবন রাস্তা দেখেছি
এইবার পিচঢালা রাস্তার কালো রং দেখবো
কি শোকে শুষে নেয় সূর্যের তপ্ত আলো
আমি না হয় এইবার পড়ে নেবো ইট-পাথরের শক্ত খোলস।

এইবার না হয় ভিখারি হবো
প্রকৃত সন্যাসী হবো, গান গাইবো
উড়ে যাবে মেঘের দল,তলিয়ে দেখবো পথ
যদি পেয়ে যাই আরশের পথ, মায়ের দেহ পিঠে
আবার সাঁতরাবো, রুটি চাইবো, মাতৃভাষা জানবো,
মননের মন্ত্র জানবো বিশ্বজনহিতায়,

জানতে জানতে আমি আবার শব্দের মাঝে বেদনা খুঁজবো
ঘ্রাণের মধ্যে ব্যাকুলতা, দুঃখের তত্ত্ব খুঁজবো,
আকাশগঙ্গায় সৃষ্টিতত্ত্বের সঙ্গে ঘর করবো,

খুঁজতে খুঁজতে নিমগ্ন থাকবো নদী আর সাগরের রাস্তায়।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

5 thoughts on “এইবার নিমগ্ন হবো

  1. আমার কাছে কবিতাটি ভালো লেগেছে কবি। অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালো লাগার একটা কবিতা পড়লাম। শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।