নিজের সাথে নিজে: আয়নায় আমি! আপনি কারও ব্যক্তিগত ঘড়ি নন যে সারাক্ষণ চলতেই থাকবেন, কিংবা নন কারও সেট করে দেয়া সফটওয়্যার এর প্রোগ্রাম! আপনি ইট, পাথর বা কোন নির্জীব বস্তু নন। আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একজন মানুষ! এমন এক মানুষ, যার অভিধানে সফলতা এবং বিফলতা দুইটোরই জায়গা আছে । যে চলতে পছন্দ করে, যে চলায় গতি আছে, সত্যিকারের প্রাণ আছে। যে প্রাণ ভালোবাসার কথা বলে, স্বাধীনতার কথা বলে। যে প্রাণ সম্মান এর কথা বলে, প্রেরণা ও সাহস যুগিয়ে চলে, উৎসাহিত করে এবং সত্যিকারের বেঁচে থাকার স্বপ্ন দেখায়..! নিজেকে নিজে ফেস করেছেন কখনও? দয়া করে নিজের সাথে নিজে একটু কথা বলুন, তখনই “আমার আমিকে” খুঁজে পাবেন..! আর কখন নিজেকে মোকাবেলা করতে ভয় পাবেন না। কারণ জানেনই তো, সবাইকে ফাঁকি দিতে পারলেও আমরা নিজেকে নিজে কখনও ফাঁকি দিতে পারি না, পারবোও না।
আমার আপনার চেয়ে আপন যে জন সে যে আমার ভেতরই বাস করে!অন্ধকারে,বিপদে ,দুঃখে,দূর্দিনে সেই যে আমার হাত ধরে বলে এই তো আমি তোর পাশেই, ভয় কি?এবং অসীম তার শক্তি!একবার যদি সেই আমিত্বের সাথে কারো দেখা মেলে স্বার্থক জীবন তার!রবীন্দ্রনাথ থেকে লালন সবাই সেই ভেতরে থাকা নিজেকেই খুঁজে বের করার কথা বলেছেন নানাভাবে।নিজের সাথে নিজের সখ্যতাটাই মুখ্য এখানে। আনন্দ নিয়ে জীবনকে পরিচালিত করাটাই মুখ্য।দূঃখ,প্রতারণা,সবকিছুর মাঝেই নিজে নিজের হাতটা ধরে সামনে এগিয়ে চলাটাই জীবন।মঙ্গল হোক, কল্যাণ হোক সবার।
From # Facebook
যুগে যুগে কালে কালে মহা মনবেরা নিজেকে খুজে পাওার সাধনাইতো করে গেছেন।
কারণ
আত্মশুদ্ধি: একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের আত্মার পরিশুদ্ধির উপরই নির্ভর করে তার বহ্যিক আচার-আচরণ। আত্মা বিশুদ্ধ না হলে মানুষের আমলও বিশুদ্ধ হতে পারে না।
দোয়া ও ভালোবাসা রইলো
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।