রংধনুর আড়ালে

2021062

আকাশ ভরা উদাসী মেঘ
ঝরে তা থেমে থেমে
কদম, কেয়া নাকি প্রিয়া
কাকে তুমি মনে করো হিয়া?

যার জন্য লেখার এই আগ্রহ
এই আকাশ ভরা মেঘ দেখা
এই অঝর বৃষ্টি দেখা
সে যে মিশে গেছে
পাহাড়ের আড়ালে রংধনুতে।

শান্তি আর স্তব্ধতার মাঝে
দূরত্বের প্রাচীরটা থাক সব সময়
দূরে গিয়েও ভালোবাসা হয়।

স্তব্ধতা, নীরবতা আর
একরাশ নীল কষ্ট
আজ সবই বিষাদময়।

দূরের ভালোবাসা এমনই
আর তা কখনও বড় কষ্টের
কখনও মিহি মিহি আনন্দের।

Pic# Facebook

3 thoughts on “রংধনুর আড়ালে

  1. কবিতার সাথে অসাধারণ একটি প্রচ্ছদ ব্যবহার করায় পোস্টটি অতূলনীয় হয়েছে। অভিনন্দন প্রিয় কবি মি. ফয়জুল মহী। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কাব্যপাঠে স্যালুট জানাই কবি মহী দা

    নিয়মত কবিতা লেখবেন আশা করি সময় থাক আর না থাক

  3. চমৎকার একটা কবিতা লিখেছেন কবি।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।