মানুষের ভিতরই মানুষ খোঁজা

recei

তপ্ত রোদে হলুদ পাখির ডাকহীন দুপুর
উদাস বিকেল আর বিষাদ আলো
উদিত হওয়া সূর্য ডুবো ডুবো
সন্ধ্যার ঝি ঝি পোকা‚চুপ এখন,
এইসব গত হয়ে গেলে
আমরা বোবা হয়ে যাই।

তখন চুপি চুপি কথা বলি
আঁধারে ঢলে পড়া আকাশের সাথে
নিঃসঙ্গ জ্বল জ্বল তারার সাথে_
তারা শোনে বা না শোনে
কী জানি!

তারপরও হন্যে হয়ে
কথা বলার মানুষ খুঁজি
অথচ কী আশ্চর্য এত মানুষের ভিড়েও
কথা বলার মত একটা মানুষ মিলে না!

আমি নির্বাক হয়ে অতীত মানুষের
ইতিহাস পড়ি মানুষ আসলে কখন মানুষ ছিলো।

4 thoughts on “মানুষের ভিতরই মানুষ খোঁজা

  1. সুন্দর অনুভুতির ব্যক্ততা

    অনন্য উপমার সমাহারে!

    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আন্তরিক মোবারকবাদ। খুবই খুশি হলাম প্রিয় ভাই।

  2. "আমি নির্বাক হয়ে অতীত মানুষের
    ইতিহাস পড়ি মানুষ আসলে কখন মানুষ ছিলো।"

    অনুভূতির প্রকাশ এককথায় বেশ ভালো উঠে এসেছে মি. মহী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক মোবারকবাদ। খুবই খুশি হলাম প্রিয় ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।