আমি কই…?

ভালবেসে বুঝলাম
মুগ্ধতার সাথে সহবাস।
পরে বুঝলাম ঐ গভীরতায় ঠাই নাই।
খুজে পাওয়ার. নেশায়. ডুবে ছিলাম,
পরে দেখি আমি নিষিদ্ধ।
আশ্রয়ে ঠাই না পেয়ে খুঁজলাম নিজেকে,
আশ্চর্য! আমার আমি কই?
তোমাকে বুঝতে গিয়ে বুঝলাম,
কাউকে ৰুঝতে চাওয়াটাই কষ্টের ব্যাপার।

2 thoughts on “আমি কই…?

  1. আমরা আসলে আমাদের মাঝেই আমাদের আমিত্বকে খুঁজি। কখনও পাই; বেশীভাগ সময় পাই না। খুঁজতে এবং না খুঁজতে জীবনের সময়টাও একসময় ফুরিয়ে আসে।

    শুভেচ্ছা রইলো আপনার জন্য মি. রাব্বি। শুভ সকাল।

  2. কাউকে বুঝতে চাইলে সহজ করে বোঝার চেষ্টা করুন দাদা। জীবনকে আমরাই তো জটিল করি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।