ফোটায় ফোটায় শিশির জমে

ha

বৃষ্টি ভেজা আকাশ
একলা চলা বাতাস
কেউ করেনা কারও সাথে সন্ধি
আজকে আমি আমার ঘরে
যেনো খাঁচায় বন্দী।

বর্ষার ওই শ্রাবণ ধারা
টাপুর টুপুর জলে
ঝন ঝনিয়ে পায়ের নুপুর
উথালপাতাল করে।

মনের খাঁচায় মনের মানুষ বন্দী
কেউ কর না আমার মনে সন্ধি

আজ অবেলায় মুক্ত ঝড়ে
ফোটায় ফোটায় শিশির জমে
বেলার মাঝে অবেলা এসে
ভীড় করেছে ফন্দি
কেউ কর না আমার সাথে সন্ধি।

1 thought on “ফোটায় ফোটায় শিশির জমে

  1. আজ অবেলায় মুক্ত ঝড়ে
    ফোটায় ফোটায় শিশির জমে
    ___ সুন্দর আলাপন প্রিয় লিখক। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।