গোলাপ মেয়ে

গোলাপ মেয়ে

হায় ! গোলাপ মেয়ে
দীঘল কালো কেশ উড়িয়ে,
পড়ন্ত বিকেলে এলে তুমি বই মেলার স্টলে….
দিনটি ছিল ১৪ ই ফেব্রুয়ারি
বিশ্ব ভালোবাসা দিবস —-
গোলাপি শাড়ি,
গোলাপি টিপে,
এসেছ তুমি গোলাপ ফুলে
অন্যন্যা হয়ে —-
এক পলক দেখেই তোমায় শিহরিত
এই আমি — —

তোমার মাঝে হারিয়েছি নিজেকে সদ্য,
ফোঁটালে তুমি হৃদয়ে আমার
এক রক্তাক্ত জল পদ্ম :
কখন যেন তুমি ভালোলাগা থেকে
হয়ে গেছ ভালোবাসা,
বুঝিনি ——
তোমায় নিয়ে স্বপ্ন বুনছি একাকী,
হঠাৎ পাশ থেকে তোমার নাম ধরে
কেউ ডাকলো —–
হায় ! মাধবীলতা কেমন আছ — — —
একটি গোলাপ সম্মুখে বাড়িয়ে ধরে,
মুচকি হেসে বলল সে –
—- এটি তোমার জন্য !

মাধবীলতার সে কি উচ্ছ্বাস –
এই একটি গোলাপের জন্য —–
হায় ! মাধবীলতা তুমি জানলে না ,
শুধু একটি গোলাপ কেন –
তুমি চাইলে ——
এক পৃথিবী গোলাপ বাগান
এনে ফেলতে পারি তোমার দু’ পায়ে–
তুমি বুঝলে না আমার কী যে কষ্ট !

সে ক্ষণে মাধবীলতা মিষ্টি হেসে,
নিঃশব্দে ছেলেটির হাত ধরে
হারিয়ে গেল অচেনা পথের বাঁকে —
অস্ফুষ্টে হৃদয় ক্রন্দনে আমি বলে উঠলাম,
ও আমার গোলাপ মেয়ে —
এমন কষ্ট দিয়ে,
তুমি কেন হারিয়ে গেলে ; —–
মাধবী লোকারণ্যে,
নাকি পথের ভীড়ে,
হারিয়ে গেল —
জানা হল না
আমি চেয়ে চেয়ে দেখলাম
আমার হৃদয় হল ক্ষত- বিক্ষত –!!

13.02.2019

10 thoughts on “গোলাপ মেয়ে

  1. যেন যাপিত জীবনের কোন এক পরিশেষাংশের কাহিনী পড়লাম বোন হাসনাহেনা রানু। সুন্দর। :) 

    1. সৌমিত্র চক্রবর্তী: আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।হা, ঠিক তাই কবি সৌমিত্র দাদা , এগুলো আমাদের চলমান যাপিত জীবনের খন্ডাংশ বিশেষ। আপনাকে ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কবিতায় স্পষ্ট এক কষ্টগাঁথা … শব্দশৈলীর সহজ আনুষ্ঠানিকতায় উঠে এসেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. মুরুব্বী: প্রিয় কবি আজাদ ভাইয়া, বরাবরই আপনার প্রতিটি মন্তব্যে বিশেষ নতুনত্ব থাকে ।যেটা এক বাক‍্যে বলতে পারি লেখক,পাঠক সবাইকে বিমোহিত করে।এটাই আপনার বিশেষত্ব। যেটা আপনাকে অন‍্যদের থেকে একদম আলাদা করে রেখেছে। কবিতায় সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

      শুভ কামনা আপনার জন্য ভাইয়া।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

    1. রিয়া রিয়া: প্রিয় কবি রিয়া দি'ভাই আপনার কষ্টের সাথে আমিও একাকার হয়ে গেলাম। ধন্যবাদ প্রিয় কবি। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কবিতা পাঠে মুগ্ধ হয়ে গেলাম, তা মুগ্ধতা রেখে গেলাম। শুভকামনা সহ ভালোবাসা দিবসের এক সাগর ভালোবাসাও থাকলো। 

    1. নিতাই বাবু: আমার ব্লগে আপনাকে স্বাগতম নতুন বন্ধু। আপনার মুগ্ধতা দেখে আমি ও অনুপ্রাণিত হয়ে ,অপার এক আকাশ মুগ্ধতা নিয়েই হাজির হলাম।গ্রহ করুন। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. "—-মাধবীলতা মিষ্টি হেসে,
    নিঃশব্দে ছেলেটির হাত ধরে
    হারিয়ে গেল অচেনা পথের বাঁকে —
    অস্ফুষ্টে হৃদয় ক্রন্দনে আমি বলে উঠলাম,
    ও আমার গোলাপ মেয়ে —
    এমন কষ্ট দিয়ে,
    তুমি কেন হারিয়ে গেলে ; "  —– পড়লাম আর হারিয়ে যাবার মিষ্টি কষ্টের সাথে মিশে গেলাম! 

    1. মিড ডে ডেজারট : এই না ,না ,কবি আপনি এভাবে হারিয়ে যাবেন না। প্লিজ ! আপনি থাকুন সারা জীবন আমাদের মাঝে। আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের সবার কাম‍্য। ভাল থাকুন সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।