কেউ কথা রেখেছিল

কেউ কথা রেখেছিল

মিষ্টি একটা গন্ধ ভাসে ঘরে
কেউ এসেছিল এ কথা মন বলে..
ফুলদানিতে এক গুচ্ছ নীল গোলাপ রেখে গেছে —-
তবে কি আমার প্রিয় নীল গোলাপের কথা
কেউ জেনে গেছে ?

মিষ্টি একটা স্বপ্ন দেখেছি গতকাল রাতে
কেউ এসেছিল স্বপ্নে ..
অধর কাঁপা ঠোঁটে শিশির শব্দের শিহরণ ছিল,
ঘাস ফড়িং অরণ্যের মৃদু স্পর্শে ঘুম ভেঙ্গেছে —
এখনো দু’চোখের পাতায় স্বপ্নের রেশ লেগে আছে।

মিষ্টি একটা শ্রাবণ বিকেল রেখেছি তুলে
ডুবন্ত সূর্যের রক্তিম আভাটুকু কেড়ে নিয়ে —
মায়াবী বিকেলটা খেলছিল আনমনে প্রকৃতির বুকে …
এমন নিঃশব্দ বিকেলে চুপিচুপি পায়ে কেউ এসেছিল কাছে।

মিষ্টি একটা জ‍্যোৎসনা রাত রেখেছি তুলে
শেষ বিকেলের অচেনা ঠোঁট থেকে ডূবিয়ে দিয়ে বেলা ,
নক্ষত্র নীল রাত্রি নীড় সাজিয়েছি —-
গুচ্ছ গুচ্ছ গোলাপ দিয়ে তার জন্য …!

চারপাশে দিগন্ত ছুঁয়ে সবুজ ছিল
ভাললাগা অনুরণন ছিল…
সবুজ পাতায়,
দূর্বাঘাসে —
নৈঃশব্দ্যের আড়ালে টুপটাপ শিশির পতনের উচ্ছ্বাস ছিল —

তবে কি কেউ কথা রেখেছিল ?
যে কথা আজও আমার জানা হয়নি !!

08.08.18

9 thoughts on “কেউ কথা রেখেছিল

  1. নক্ষত্র নীল রাত্রি নীড় সাজিয়েছি –
    গুচ্ছ গুচ্ছ গোলাপ দিয়ে তার জন্য …! ভীষণ রোম্যন্টিক একটি কবিতা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif 

    1. অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি প্রিয় কবি আজাদ ভাইয়া।  আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হচ্ছি বারবার। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

      একটু অসুস্থ থাকায় বেশ তিন চার দিন ব্লগে নিয়মিত হতে পারিনি ভাইয়া।সে জন্য আমি দুঃখিত। ভাল থাকুন সবসময়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনন্য মাপের কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি দি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অনুপ্রাণিত হলাম প্রিয় কবি রিয়া দি''ভাই। শুভেচ্ছা নিন দিদি ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. দারুণ হয়েছে কবি বোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. অসংখ্য ধন্যবাদ সৌমিত্র দাদা। ভাল থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. সুন্দর একটি কবিতা পাঠ করলাম। যা মনে রাখার মতো। শ্রদ্ধেয় কবি দিদিকে অজস্র ধন্যবাদ ।

    1. অনেক ধন্যবাদ নিতাই বাবু।ভাল থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।