প্রিয়তি মেঘ মন
এক সমুদ্র জল ভেঙ্গে
অবাধ বালুচরে লিখেছিলাম,
একটি নাম
মেঘ মন :
হঠাৎ বৃষ্টিতে সে নাম
ধুয়ে গেছে,
মুছে গেছে অপার স্বপ্ন সম্ভাবনাও –
আমি এখন এক ফোঁটা দুঃখ জলে ভাসছি
এক সমুদ্র নোনা জলের ঢেউ ভেঙ্গে
বর্ষাতি ; বর্ষা জলে …
সমুদ্র তীরে এপার ওপার
হেঁটে হেঁটে কতখানি বিষণ্ন
এই আমি –!
হঠাৎ অবাক চোখে তাকিয়ে দেখি
আমার নীলাক্ষী জুড়ে একটি নাম ভাসছে
অবাধ ঢেউ — এ
প্রিয়তি মন — !
আবার আমি ফিরে এলাম
পোড় খাওয়া জীবনের নোনা ধরা
জলীয় যন্ত্রণায়,
আমার ভেজা চোখের পাতায়
ক্ষীণ দৃষ্টি যেন কার …
এবার ঠাঁই দাও …
ঠাঁই দাও আমায়
মেঘ মন …
তোমার চিলেকোঠা মনে,
মন সমুদ্র অপর –
__________
18.03.2019
অবাক চোখে তাকিয়ে দেখি
আমার নীলাক্ষী জুড়ে একটি নাম ভাসছে
অবাধ ঢেউ — এ প্রিয়তি মন — ! ____ অসাধারণ।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি আজাদ ভাইয়া।শুভ কামনা আপনার জন্য।
আপনার জন্যও শুভকামনা প্রিয় কবি।
দারুন প্রকাশভঙ্গী।
❤️ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন প্রিয়জন❤️
আপনাকে ও ধন্যবাদ কবি নূর ইমাম শেখ বাবু।
শব্দের সাথে সুতো গাঁথার মতো নিখুঁত কবিতা। অভিনন্দন দিদি ভাই।
মন্তব্যে মুগ্ধ হলাম।আপ আপনা ও অভিনন্দন দিদি ভাই।
ওয়াও দারুণ বোন হাসনাহেনা রানু।
শুভ কামনা কবি সৌমিত্র দাদা।
অপূর্ব! সত্যি কেমন যেনো সারল্য মিশে থাকে আপনার লেখায়… যতো পড়ছি, ততোই মুগ্ধ হচ্ছি। সবমিলিয়ে নিঃসন্দেহে ঢের শ্রেয় রচনা! আরও লিখুন।
নিরবচ্ছিন্ন শুভেচ্ছা…
দোয়া করবেন কবি দাদা যেন লিখতে পারি। আপনাকে ধন্যবাদ অর্ক দাদা। শুভেচ্ছা নিন।
কবিতায় ভালোবাসা রেখে গেলাম শ্রদ্ধেয় কবি দিদি। সাথে শুভকামনাও।
অসংখ্য ধন্যবাদ কবি নিতাই বাবু দাদা। আপনার জন্য ও শুভকামনা।
অনেক সুন্দর রানু আপা।
ধন্যবাদ কবি শাকিলা তুবা আপা।শুভ কামনা।
অভিনন্দন কবি।
আপনাকে ও অভিনন্দন কবি সুমন আহমেদ।