৯৯৯ টা সিলভার চাঁদ ও স্বপ্ন কথা
৯৯৯ টা সিলভার চাঁদের কাছে
স্বপ্ন বন্ধক রেখেছিলাম গত জন্মে
এখন আমি শত জন্ম পার করছি,
একটা মাটির শহর মেঘের কোলে মাথা রেখে শুয়ে আছে সটান
আর আমি এখন কাঁচের পৃথিবীতে অবস্থান করছি!
আমার মাখন মন মোমের আগুনে গলতে শুরু করেছে
হঠাৎ পাথর বৃষ্টি সে আগুন নিভিয়ে দিল,
সৃষ্টিশীল মানুষের নাকি তৃতীয় নয়ন থাকে
আমি কি তবে সৃষ্টিশীল মানুষ ?
আমি কথার মানুষ জানি ..
দহনের মানুষ:
শুধু মনের মানুষ না
আমার তৃতীয় নয়ন আছে কিনা জানিনা –
আমার একটা গল্প মনে পড়েছে
গত জন্মে আমি কি একটি মেয়ে ছিলাম?
নাকি শত ডানার নীল প্রজাপতি;
আমার কিছুই মনে নেই
আমার দু’চোখের তারায় শুধুই বর্তমান বেঁচে আছে
যখন আমি কাঁচের পৃথিবীতে পা রাখলাম,
অবাক চোখে খানিকক্ষণ তাকিয়ে থাকি
স্টিলের পৃথিবীর দিকে,
কেমন ঝকঝকে সাদা চারিদিক –
আমার আম্মা রাবারের একটি পাখি দিয়েছিলেন আমার হাতে,
হঠাৎ দেখি পাখিটা তরল মেঘের স্রোতে না ভেসে ডানা মেলে উড়ছে
আমি ভীষণ অবাক দেখে।
একটি গ্রাম্য বধূ কৌতুহলী চোখে নদীর ঘাটে যাচ্ছে পানি আনতে
শূন্য কাঁচের কলসি হাতে —
বধূয়াকে দেখে রাখালিয়ার ভাটিয়ালি গান থেমে গেছে,
আমার কাছে তখন সবকিছুই কেমন উল্টো পাল্টা লাগছে,
প্লাস্টিকের মানুষগুলো উল্টো পায়ে হাঁটছে!
এ জন্মে আমি আমার ডিম কুসুম রং স্বপ্ন
সিলভার চাঁদের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছি –
এখন ও পর্যন্ত এটাই বড় সারপ্রাইজ!
04.12.2018
'সৃষ্টিশীল মানুষের নাকি তৃতীয় নয়ন থাকে
আমি কি তবে সৃষ্টিশীল মানুষ ?
আমি কথার মানুষ জানি ..
দহনের মানুষ:
শুধু মনের মানুষ না
আমার তৃতীয় নয়ন আছে কিনা জানিনা – '
___ অদ্ভুত সাধারণ কবিতা প্রিয় কবি হাসনাহেনা রানু। অভিনন্দন সহ শুভ সন্ধ্যা।
আপনাকেও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি আজাদ ভাইয়া।শুভ কামনা নিরন্তর।
এ জন্মে আমি আমার ডিম কুসুম রং স্বপ্ন
সিলভার চাঁদের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছি – চমৎকার -কবি আপু
আন্তরিক ধন্যবাদ কবি লিটন দাদা। শুভ রাত্রি।
শুভেচ্ছা কবি বোন হাসনাহেনা রানু।
আমার একটি লেখা আছে দয়া করে পড়বেন। ধন্যবাদ।
আপনাকে ও আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র দাদা। আমি আপনার লেখা সব সময় পড়ি। মন্তব্য প্রকাশ করতে একটু দেরি হয়ে যায় দাদা।শুভ কামনা।
তাহলে তো আপনি সার্থক কবি দিদি ভাই।
পুরোটা না, কিঞ্চিৎ ।হয়তো তাও নয়।ধ ধন্যবাদ কবি রিয়া দি''ভাই।শুভ রাত্রি।
শুভরাত্রি দিদি।
অভিনন্দন কবি।
আপনাকে ও অভিনন্দন কবি আপু।
চিত্রকল্পটা খুব ভালো লেগেছে! কোন কোন পাঠকের ভাবনার সাথে মিলে যেতে পারে।
সব মিলিয়ে দারুণ কবিতা; মুগ্ধ হয়ে পড়লাম!
অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু মিড ডে ডেজারট। শুভ কামনা।
আমারও একই প্রশ্ন শ্রদ্ধেয় দিদি। তা হলো, গত জন্মে আমি কী ছিলাম এবং আগামীতে আমি কি আর এই মানুষরূপে আসতে পারবো?
অভিনন্দন শ্রদ্ধেয় রানু দিদি। আশা করি ভালো থাকবেন।