পঞ্চাশ পৃষ্ঠা
অচেনা গল্পের বারান্দায় হাত রাখি
নায়িকার এক চোখে
অনুভূতির মৌলিক ঘ্রাণ দেখি,
অন্য চোখে সম্পূর্ণ নগ্ন আকাশ
কচি কলাপাতা মেঘ
পাথর কুচি মন ;
স্বপ্ন দেখে
সুস্থির এক আকাশে পাখি উড়ার স্বপ্ন,
রাত্রির ঠোঁটে ডুবে আছে
এক টুকরো মিষ্টি হাসি
এই সব দিনরাত্রি নিয়েই
আরণ্যকের সুখী সংসার —
হঠাৎ কি যে হয় …
গল্পের পঞ্চাশ পৃষ্ঠায় নায়িকার বিরহ শোক –
আরণ্যক পরকিয়ায় মত্ত ,
সংকুচিত নায়িকার বিবেকবোধ :
এই শেষ কথা নয় –
গল্পের করিডোর জুড়ে উঠে এসেছে
গরম ধোঁয়া,
সংসার ভাঙ্গনের সুর!
গজারি বনের শীতল ছায়া থেকে একটি হলুদ পাখির এই মাত্র মৃত্যু হল –
সেই ব্যথাহত পাখি আর কেউ নয়
পঞ্চাশ পৃষ্ঠা গল্পের নায়িকা
আরণ্যকের চৈতন্য বোধ ফেরে একটু একটু করে
ঝাপসা হয়ে আসে একটি মানবিক মূখচ্ছবি,
স্তম্ভিত চেতনায় আছড়ে পড়ে
সামুদ্রিক ঢেউ –
চুম্বনমত্ত পাহাড়ের ঘনিষ্ঠতা থেকে নেমে এসেছে
বিরহ জল :
এক এক ফোঁটা জলে সৃষ্ট এক সমুদ্র কাহন –
আর্দ্র শ্যাওলার মতো
সমুদ্র জলে ভেসে গেছে
পঞ্চাশ পৃষ্ঠার গল্প …
'গল্পের পঞ্চাশ পৃষ্ঠায় নায়িকার বিরহ শোক –
আরণ্যক পরকিয়ায় মত্ত ,
সংকুচিত নায়িকার বিবেকবোধ :
এই শেষ কথা নয় –
গল্পের করিডোর জুড়ে উঠে এসেছে
গরম ধোঁয়া,
সংসার ভাঙ্গনের সুর!'
জীবন চিরন্তনীর অসামান্য গল্পগাথা। শুভেচ্ছা প্রিয় কবি হাসনাহেনা রানু।
আপনার সুন্দর মন্তব্য সব সময় আমাকে অনুপ্রাণিত করে ভাইয়া।ভাল থাকুন সবসময়।
কবিতায় শুভেচ্ছা কবি রানু দি। চমৎকার লিখেছেন।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞ প্রিয় কবি রিয়া দি''ভাই। ভাল থাকুন সবসময়।
আপনার কবিতায় আলাদা সৌন্দর্য্য রয়েছে কব বোন হাসনাহেনা রানু।
কৃতজ্ঞতা জানবেন কবি সৌমিত্র দাদা।শুভেচ্ছা নিন।

ভালো লিখা।
অনেক অনেক ধন্যবাদ কবি সুমন আহমেদ। শুভ কামনা।
কবিতাটি পড়লাম কবি আপা। সুন্দর।
আন্তরিক ধন্যবাদ কবি আপা শাকিলা তুবা । শুভ কামনা।
এমন সুন্দর কবিতা কিভাবে লিখেন ?
কবি সাজিয়া আফরিন আপু কৃতজ্ঞতা জানবেন।জ্বী আপু,আপনাদের মনের চোখ অনেক তীক্ষ্ম আর অসম্ভব সুন্দর,মনে হয় সেই জন্য কবিতা এত সুন্দর লাগছে। শুভ কামনা।
দারুণ চিত্রকল্প !
আন্তরিক ধন্যবাদ কবি মিড ডে ডেজারট।শুভেচ্ছা নিরন্তর।
""গজারি বনের শীতল ছায়া থেকে একটি হলুদ পাখির এই মাত্র মৃত্যু হল – সেই ব্যথাহত পাখি আর কেউ নয় পঞ্চাশ পৃষ্ঠা গল্পের নায়িকা"—–
অদ্ভুত সুন্দর।
সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম কবি আপু ।শুভ কামনা।
চুম্বনমত্ত পাহাড়ের ঘনিষ্ঠতা থেকে নেমে এসেছে
বিরহ জল :——–চমৎকার কবি আপু
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ কবি লিটন দাদা।শুভ কামনা।