হেম বালিকা
যারা দূরে আছে চিরদিন দূরেই পড়ে থাক
আকাশ প্রকৃতির পরিচ্ছন্ন জীবনে –
ঝরা পাতার গল্পের মত ঝরে যাক
শিশির দহন ;
এক মুঠো স্বপ্ন ফুল
সুবাসিত মুকুল
হলুদ ভালবাসার চোখ সমুদ্র হয়ে
ওদের কাছে টেনেছে।
হীম মেঘলা স্মৃতি সন্ধ্যার
কাশফুল ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে গাঢ় নিস্তব্ধতায় ডুবে যাচ্ছে ধোঁয়া ওঠা কুয়াশা …
হেম বালিকা আছে লবঙ্গ দ্বীপের স্বপ্ন ঘুমে
গোলাপি ফিতায় চুল বাঁধা,
রুপোর নূপুর পায়ে পরে হাঁটছে সূর্যাস্তের সাথে …
আমি ওর গোপনতা বহন করেছি কবিতার বুকে,
সময়ের ব্যবধানে শেষ বিকেলের গল্পটা খানিকটা বিব্রত …
জল বহ্নির পাণ্ডুলিপিতে –
দূর সমুদ্র ভেসে যাক অচেনা স্রোতে ভেসে জল জ্যোৎস্নার ডানায়
হিমানী প্রপাতের পাশে
আগুন বৃষ্টি হোক তুমুল গর্জনে
শব্দহীন একটা দুঃস্বপ্ন এখন কবিতার ঠোঁট কামড়ে কামড়ে খাচ্ছে …
সমূদ্র তবু নির্বাক ;
এক আকাশ মেঘ দৌঁড়াচ্ছে দূর শহরে,
কাল বৈশাখী ঝড় হয়ে আঘাত হানবে পৃথিবীর সীমানায় –
জল ঝড় বৃষ্টি ভাল লাগে না,
অনেক কষ্ট ঝরে পৃথিবীর সাদা বুকে
ঝড় বৃষ্টি কবিতা হয়ে ওঠে ;
ডায়েরির সাদা পাতা বেয়ে রক্ত অশ্রু ঝরে …
আর আমার এক বুক দুঃখ,
কলমের নিবের আঁচড়ে – সাদা অশ্রু হয়ে ঝরে !
অনেক দহন শেষে একটি কবিতা হয়ে ওঠে –
কবিতা ভূমিষ্ঠ হয়েই তীব্র যন্ত্রণায় চিৎকার করে কেঁদে ওঠে !!
05.04.2019
যারা দূরে আছে চিরদিন দূরেই পড়ে থাক আকাশ প্রকৃতির পরিচ্ছন্ন জীবনে
ঝরা পাতার গল্পের মত ঝরে যাক সব শিশির দহনে।
লিখাটিতে চমৎকারিত্ব আছে কবিবোন হাসনাহেনা রানু। অভিনন্দন অভিনন্দন।
আপনাকে ও অভিনন্দন কবি সৌমিত্র দাদা।শুভেচ্ছা নিন।
"ঝরা পাতার গল্পের মত শিশির দহন ; এক মুঠো স্বপ্ন ফুল সুবাসিত মুকুল।"
সুন্দর কবিতা। প্রচ্ছদটিও নজর কেড়েছে কবি। শুভেচ্ছা জানবেন।
আপনার জন্য ও শুভেচ্ছা সহ অসংখ্য ধন্যবাদ কবি সুমন আহমেদ।
হেম বালিকার জীবন গল্প পড়লাম প্রিয় কবি রানু দি।
কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি রিয়া দি''ভাই। শুভেচ্ছা নিরন্তর। নিয়মিত হতে পারছিনা।এক সমুদ্র দুঃখ রেখে গেলাম দিদি ভাই।তবে শ্রীঘ্রই এ ব্যস্ততার নিরোসন ঘটবে আশাকরি।
অনেক দহন শেষে একটি কবিতা সত্য কবিতা হয়ে ওঠে রানু আপা। মুগ্ধ।
আপনার সরল মন্তব্যে আমিও মুগ্ধ কবি শাকিলা আপা ।শুভেচ্ছা প্রতিনিয়ত।
কবিতা পাঠে মুগ্ধ হলাম,,, খুবই সুন্দর লিখেছেন ,
শুভেচ্ছা জানবেন,,,
অনুপ্রেরণা পেলাম কবি সুমন হোসাইন।আপনাকেও
শুভেচ্ছা।
যারা দূরে আছে চিরদিন দূরেই পড়ে থাক।
আমার ব্লগে আপনাকে স্বাগতম নতুন কবি বন্ধু জায়েদ হোসাইন লাকী।
জ্বী,কবি ..যারা দূরে আছে …….. পড়ে থাক। এটা কবিতার লাইন। আপনি দূরে পড়ে থেকেন না। মাঝেমধ্যে তব দেখা দিয়েন শব্দনীড় ব্লগে সকল কবি বন্ধুদের। আপনাকে ধন্যবাদ।
নিজের মনের কথাগুলো আপনার কবিতায় প্রকাশ পেলো। আমার জীবনটাও এক ঝরা পাতার মতন, তাই।
ধন্যবাদের সাথে শুভকামনা সারাক্ষণ।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ কবি নিতাই দাদা। শুভেচ্ছা নিরন্তর।
কবিতাটি পড়লাম। শিরোনামের স্বতন্ত্রতা এবং লিখায় ক্ষুরধার অনুভব মুগ্ধ করার মতো। ধন্যবাদ কবি হাসনাহেনা রানু।
আমাদের সবার প্রিয় কবি আজাদ ভাইয়া আপনার শক্তিশালী মন্তব্য প্রকাশে অনুপ্রাণিত হয়ে আমিও একরাশ মুগ্ধতা রাখলাম আপনার জন্য।শুভেচ্ছা জানবেন প্রিয় কবি আজাদ ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
চমৎকার কবি আপু
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন কবি লিটন দাদা।শুভ কামনা।
"হেম বালিকা আছে লবঙ্গ দ্বীপের স্বপ্ন ঘুমে
গোলাপি ফিতায় চুল বাঁধা",— খুব ভালো লেগেছে!
পরের লাইন-
"রুপোর নূপুর পায়ে পরে হাঁটছে সূর্যাস্তের সাথে …" ইন্ড্যুভিজুয়ালি এই লাইনটা অনেক বেশি ভালো লেগেছে।
কবিতায় মুগ্ধতা রাখলাম!
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি মিড ডে ডেজারট। আপনার মুগ্ধতা গ্রহণ করলাম এবং আপনার জন্য ও অপার মুগ্ধতা রাখলাম। শুভ কামনা।