তুমি তুমি তুমিময় সময়

তুমি তুমি তুমিময় সময়

একদিন আকাশ রঙের নীল শাড়ি পরব
কপালে ছোট্ট নীল টিপ দেয়ার জন্য
আকাশের অবশিষ্ট আর
কিছু থাকবে না,
এ জন্য কী ভীষণ মন খারাপ —
একদিন স্বপ্নের শহর গুলো ভিজবে তুমুল বৃষ্টিতে:
আমি ও ভিজব বৃষ্টির মত —-

একদিন শ্রাবণ মেঘের কাজল আঁকব এ চোখে,
একদিন এলো কেশের হাত খোঁপায় বকুলের মালা জড়াব
একদিন অচেনা বিকেলে বৃষ্টি ছুঁয়ে দেখব,
একদিন তোমার জন্য অচেনা এক শহরে হারাব …

আর কোন একদিন নয়
তুমি তুমি তুমিময় সময়ের হাতে বন্দি হব :
স্বপ্নরা অরণ্যর পথে —
আকাশ ছোঁয়া বৃক্ষের ডালে
ছায়া ছায়া মেঘ ঝুলে, আছে
চিলেরা উড়ে এসে পৌঁছাল নিঃশব্দ জনপদে,
নদীর বুকে ভেসে যাচ্ছে ছোট্ট একটা দেশের কবিতা;
এ অনেক পুরনো গল্প …

এইসব দিনরাত্রির হলুদ প্রচ্ছদে
কবিতার গল্প ;
কাশফুলের সাদা সাদা মেঘের রাজ্যে
তোমার হাত ধরে হারাব!

16.04.2019

8 thoughts on “তুমি তুমি তুমিময় সময়

  1. 'একদিন আকাশ রঙের নীল শাড়ি পরব
    কপালে ছোট্ট নীল টিপ দেয়ার জন্য
    আকাশের অবশিষ্ট আর
    কিছু থাকবে না।'

    তাহলে ঠিক আছে কবি হাসনাহেনা রানু। আপনার শুভ যাত্রায় শুভকামনা রাখলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ওয়াও কবি বোন হাসনাহেনা রানু। বাহ্ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. তুমি তুমি তুমিময় সময়ের কবিতায় ভালবাসা রানু দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. নীল শাড়ি নিয়ে কিছুটা এই ধাঁচের একটা কবিতা লিখেছিলাম। তারপর আমার ইনবক্সে নীলশাড়ি পরা ছবি এলো বেশ কিছু। শেষে একজন বিরক্ত হয়ে লিখেছিল, "জবাব দেন না কেন?"

    পড়ে মুগ্ধ হলাম; "লা জবাব" কবিতা! 

  5. এইসব দিনরাত্রির হলুদ প্রচ্ছদে
    কবিতার গল্প ;
    কাশফুলের সাদা সাদা মেঘের রাজ্যে
    তোমার হাত ধরে হারাব!

     

    সহজ সরল সুন্দর প্রকাশ। 

  6. বেশ অনুভূতির প্রকাশ কবি আপু

    অনেক শুভেচ্ছা রইল

মন্তব্য প্রধান বন্ধ আছে।